ভোরের ঢাকায় ছিনতাইকারী, এবার শিশুসন্তান হারাল এক মা

আকলিমা নামের ওই নারী সোমবার ভোরের দিকে সদরঘাটে নেমে পাঁচ মাসের ছেলে আরাফাতকে কোলে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন শনিরআখড়ায় বোনের বাসায়।
Print Friendly, PDF & Email

Related Posts