স্কুলের ফটকে ফটকে ইউনিফর্মধারী প্রহরী

বিডি মেট্রোনিউজ নগর ও জেলা শহরের সব ধরনের বিদ্যালয়ের ফটকে ইউনিফর্মধারী নিরাপত্তা প্রহরী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। বেতন-ফি বাড়ানো নিয়ে দেশের নানা স্থানে বিদ্যালয়গুলোর সামনে অভিভাবকদের বিক্ষোভের প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এই নির্দেশনা দিয়েছে।

সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রাসা, কারিগরি ও ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। বলা হয়েছে ক্লাস চলাকালীন শিক্ষক-কর্মচারী ছাড়া অন্যদের অবস্থান নিয়ন্ত্রণেরও।

এছাড়া শিক্ষকদের নিয়ে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত ভিজিলেন্স টিম গঠনেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ঢাকাসহ অন্য মহানগরী ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মানসম্মত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে।

পরিপত্রে বলা হয়, “বিভিন্ন সময়ে নানা কারণে সৃষ্ট নাজুক পরিস্থিতিতে স্পর্শকাতর এসব শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠে এবং ছাত্র-শিক্ষক এবং অভিভাবক মহলে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। ফলে শিক্ষাপ্রতিষ্ঠাসমূহে নিয়মিত পাঠদান বিঘ্নিত হয়, শিক্ষাশৃঙ্খলা লঙ্ঘিত হয় এবং সম্পদ ও জীবন ঝুঁকির মধ্যে পতিত হয়।”

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেতন বাড়ানোকে কেন্দ্র করে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অভিভাবকরা আন্দোলন করছেন।

“এই ঘটনাকে কেন্দ্র করে কেউ যাতে স্কুলের ভেতর কোনো ঘটনা ঘটাতে না পারে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়ও মাথায় রাখা হয়েছে।”

Print Friendly, PDF & Email

Related Posts