বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ সন্ত্রাসবাদীদের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করলেন অধ্যাপক। ৩২ বছর বয়সী সৈয়দ হামিদ হোসেন পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক ছিলেন। বুধবার ওই বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শী ছাত্রছাত্রীদের মতে, বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলা হয়েছে জানতে পেরেই পড়ুয়াদের সাবধান করে দিয়েছিলেন অধ্যাপক সৈয়দ হামিদ হোসেন। নির্দেশ দিয়েছিলেন নিরাপদ স্থানে থাকার জন্য। বিশ্ববিদ্যালয়ের বাইরে যাতে কেউ না বেরোয় সেই নির্দেশও দিয়েছিলেন। কিন্তু, নিজেই পড়ে যান সন্ত্রাসবাদীদের সামনে। আত্মরক্ষার্থে নিজের রিভলভার পর্যন্ত বের করেছিলেন তিনি। শেষ রক্ষা হয়নি। সন্ত্রাসবাদীদের কাছে হার মানতে হয়েছে রসায়নের অধ্যাপককে।
প্রিয় অধ্যাপক সৈয়দ হামিদের কথা বলতে গিয়ে কান্নায় মুখ বুজে আসছিল ছাত্রছাত্রীদের। একজন বললেন, “স্যারকে মেরে তিনজন জঙ্গি চেঁচিয়ে বলে উঠল, আল্লা হো আকবর।”