বিডি মেট্রোনিউজ॥ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি কে এম আর মঞ্জুর আর নেই। গতকাল শনিবার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি জানিয়েছেন পরিচালক এফ আই মানিক।
সপ্তাহ খানেক ধরে বুকের ব্যথা ও কফ জমার কারণে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন কে এম আর মঞ্জুর। গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
আগামী মঙ্গলবার তার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে। তার আগে মঙ্গলবার বিএফডিসিতে তার মরদেহ আনা হবে। তিনি ২ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন।
কে এম আর মঞ্জুর একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধ ও জীবনধর্মী চলচ্চিত্র নির্মাণে বিনিয়োগের জন্য একাধিকবার এই পুরস্কার অর্জন করেন। তার প্রোডাকশন হাউস থেকে নির্মিত জনপ্রিয় চলচ্চিত্র হলো- ‘দাঙ্গা’, ‘সিপাহি’, ‘আমার প্রেম আমার অহংকার’ প্রভৃতি।
বাংলাদেশ ফিল্ম ক্লাবের তিনবারের সফল সভাপতি ছিলেন তিনি। চলচ্চিত্রের ক্রান্তিলগ্নে বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে বিভিন্ন সংগঠন থেকে পুরস্কৃত হয়েছেন। একজন সফল প্রদর্শক হিসেবে তার বেশ সুনাম ছিল।