বাঁচা এদেশ-পাড়া ॥ এমদাদ শুভ্র

এই বাজারে যা দেখি স-ব মরা
ধানগুলো সব মরা
গমগুলো সব মরা
বস্তা ভরা ভরা
টিকে আছে নামটা কেবল বীজে
বে-খেয়ালী নিজের প্রতিই নিজে
.
পাশের মাঠেই দেখছি সবাই তাজা
ধানগুলো সব তাজা
গমগুলো সব তাজা
গুচ্ছ- পাঁজা পাঁজা
সবলতায় মাথা উঁচু করে
মেরুদণ্ড সোজা রাখে ধরে
.
মরা যদি পায় চেতনার জল
খাটায় যদি কাজে বিবেক মাটি
সমাজ হবে তাজা- অবিকল
নিরেট নিপুন সঠিক পরিপাটি
.
মরা রে তুই সোজা হয়ে দাঁড়া
তুই দাঁড়িয়ে বাঁচা এদেশ-পাড়া
Print Friendly, PDF & Email

Related Posts