মিঠে রোদ লাগিয়ে পিঠে ॥ পদ্মনাভ অধিকারী

মিঠে রোদ লাগিয়ে পিঠে

পৌষের প্রথম সকাল
প্রকৃতিতে শীত শীত উত্তুরে হাওয়া
চারপাশ কুয়াশায় ঢাকা
কখন যাবে সূর্যের দেখা পাওয়া!

পথে-ঘাটে তেমন মিলছে না কারো দেখা!
শীত কুয়াশা তাই কি! সবার ঘরে থাকা।

তা’ বলে কি থেমে থাকবে জীবন চলা!
তা কি করে হয়! জীবন মানে তো
চলার ছকে আঁকা।

এ মৌসুমে নতুন চাল-নতুন রসে
হবে পায়স-পুলি পিঠে
মজা করে খাবে সবাই
সকালে-মিঠে রোদ লাগিয়ে পিঠে।

অদভুত সুন্দর

দূষণের পথেই নিয়ন্ত্রিত অগ্রগতি

সহাবস্থান-সহমর্মিতা ছাড়া
গণতন্ত্র জন্মে হয় না বিকশিত
ও ছাড়া যা হয় তা
বিত্তের রাজনীতির জন্যে দুর্নীতি
তাতে বিনাশ ছাড়া
হয় না বিকাশ নতুন প্রজন্মের।

যার ফলাফল-মাকাল ফল
তার বাইরের চাকচিক্য যাই থাক
ভেতরটা কালো,Ñব-দ্বীপটায়
উন্নতি হ’লেও এক যায়গায় ঠায় দাঁড়িয়ে!

পরিযায়ীরা এসে স্বাদ নিয়ে যেমন যায় চলে।
তখন পড়ে থাকে নিরস বিরান ভূগোল
শুধু চেয়ে চেয়ে দেখি কি অদভুত সুন্দর আমরা।

Print Friendly, PDF & Email

Related Posts