বিডি মেট্রোনিউজ ॥ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে এক আইনজীবীর করা রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
বিএনপি চেয়ারপারসন খালেদাকে আগামী ৩ মার্চের মধ্যে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন ঢাকার মহানগর হাকিম রাশেদ তালুকদার।
খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন মেহেদী, যিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।
সরকারের অনুমোদন পাওয়ার পর সোমবার সকালে আদালতে গিয়ে তিনি এই রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ দাখিল করেন।
বিচারক পরে বাদীর জবানবন্দি শুনে আদেশ দেন বলে বাদীপক্ষের অন্যতম আইনজীবী আমিন উদ্দিন মানিক জানান।এদিকে বিচারক খালেদার বিরুদ্ধে মামলা আমলে নেওয়ায় আদালতের বাইরে বিক্ষোভ করেন বিএনপি সমর্থক আইনজীবীরা। এ সময় তারা সরকারের বিরুদ্ধেও স্লোগান দেন।