যে কারণে খালেদাকে ধন্যবাদ মুহিতের

বিডি মেট্রোনিউজ নিজের জম্মদিনে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘আজকে আমার একটি বিশেষ দিন। এ দিন আমি খালেদা জিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। গত এক বছর কোনো জ্বালাও-পোড়াও না হওয়ায় দেশের অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে।’
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর নিজের দফতরের কর্মীদের সঙ্গে জন্মদিন পালনের আয়োজনে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন মুহিত। তিনি আরো বলেন, ‘আমি আগেই বলেছিলাম, বাংলাদেশের মানুষ আর হরতাল-অবরোধ মানবে না। হয়েছেও তাই। আমার বিশ্বাস এই ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নেবে। মানুষ এখন উন্নয়ন চায়। আর সেই কাজটিই আমরা করছি।’

১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্ম নেওয়া মুহিত এরইমধ্যে টানা সাত বছর বাংলাদেশের বাজেট ঘোষণার রেকর্ড গড়েছেন। মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সাংবাদিকদের শুভেচ্ছার জবাবে এ সরকারের আগামী তিনটি বাজেটও নির্বিঘ্নে দিয়ে যাওয়ার আশার কথা বলেন তিনি।

Print Friendly, PDF & Email

Related Posts