৭ কোটি ৩২ লক্ষ রুপিতে বিক্রি হলো ‍একটি আলু!

বিডি মেট্রোনিউজ ডেস্ক একটা আলুর দাম শুনলে চোখ ছানা বড়া নয়, একেবারে আলু হয়ে যাবে! হ্যাঁ, ঠিক তাই। কারণ, একটা আলুর দাম ৭৫৭ হাজার পাউন্ড। মানে ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে গিয়ে প্রায় ৭ কোটি ৩২ লক্ষ রুপি!

তাও এ আলু গোটা বটে। কিন্তু আসল নয়। আলুর একটা ছবি। আর এই আলুর ছবিটি তুলেছেন ফোটোগ্রাফার কেভিন অ্যাবোস। ৪৭ বছরের ভদ্রলোক এর আগে হলিউড স্টারদের ছবি তুলতেন মূলত। জনি ডিপ, স্টিভেন স্পিলবার্গদের ছবি তোলাটাই ছিল তাঁর কাজ। এরই মাঝে কিছু নিজের শখের ছবি তোলাও তো থাকে।

সেরকমভাবেই একটি আলুর ছবি তুলেছিলেন। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওই আলুচ ছবিটি টানানো ছিল তাঁর প্যারিসের স্টুডিওর দেওয়ালে। সেটা দেখা মাত্রই পছন্দ হয়ে যায় এক দুবাইয়ের ব্যবসায়ীর। তিন-চার পাত্র মদিরার নেশায় সেই ব্যবসায়ী আলুর ছবিটি কিনে নেন ৭ কোটি ৩২ লক্ষ টাকায়!

সূত্র: জিনিউজ

Print Friendly, PDF & Email

Related Posts