সস্তা প্রচারণায় আবার জয়া আহসান

বিডি মেট্রোনিউজ সস্তা প্রচারণায় পা বাড়িয়েছেন জাজ-মাহির পর এবার দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মডেল ও অভিনয়শিল্পী জয়া আহসানও । কয়েকদিন পরেই শাকিব -জয়া জুটির দ্বিতীয় সিক্যুয়েল সিনেমা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু মুক্তি পাবে।

আর এর ঠিক আগ মুহুর্তটাই কলকাতার মিডিয়াসহ দেশিয় মিডিয়ায় জয়া আহসান আর ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জিকে নিয়ে মুখরোচক আলোচনা শুরু হয়েছে। শোনা যায় রাজকাহিনী সিনেমার পরিচালক সৃজিত জয়াকে বিয়ের প্রস্তাব  দিয়েছেন। বিষয়টি অস্বীকার করেছেন জয়া।

একটি দৈনিক পত্রিকায় শাকিব খান বক্তব্য দেন, তিনি নাকি জয়া-সৃজিতের ভেতরে কিছু একটা চলছে বুঝতে পেরেছেন। অথচ চিত্রনায়ক শাকিব খান পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু সিনেমায় জয়ার সহশিল্পী ।

Print Friendly, PDF & Email

Related Posts