ডিসিআরইউ অ্যাওয়ার্ড-এর অনুষ্ঠান জমার সময় বাড়লো

বিডি মেট্রোনিউজ ডেস্ক ২৩ জানুয়ারি, শনিবার সন্ধ্যা ৬ টার মধ্যে জুরিবোর্ডে বিচারকার্যের জন্য অনুষ্ঠানের সিডি, ডিভিডি জমা দেয়ার কথা ছিল। মিডিয়াকর্মীদের বিশেষ অনুরোধে ৭ দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডিসিআরইউ কর্তৃপক্ষ।

আগ্রহী প্রযোজকদের আগামি ০১ ফেব্রুয়ারী, সোমবার রাত ৮ টার মধ্যে (প্রতি অনুষ্ঠানের জন্য =১,০০০/- এন্ট্রি ফি’সহ) জমা দেয়ার জন্য আহবান করা গেলো।

ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি প্রবর্তীত ‘ডিসিআরইউ শোবিজ অ্যাওয়ার্ড’ আগামি ২৫ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার, সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িস্থ কেআইবি কমপ্লেক্স অডিটোরিয়াম-এ জমকালো আয়োজনের মধ্যদিয়ে প্রদান করা হবে।

অনুষ্ঠানে জনাব হাসানুল হক ইনু এম.পি, মাননীয় মন্ত্রী, তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মুজিবুল হক মুজিব এম.পি, মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় এবং মেহের আফরোজ চুমকী এম.পি মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

উক্ত অনুষ্ঠানের টেলিভিশন পার্টনার থাকতে সম্মতি জানিয়েছে এস,এ টিভি। বি-ক্রিয়েশনের তত্বাবধানে এই অনুষ্ঠানের রেডিও পার্টনার রেডিও টুডে, অনলাইন নিউজ পার্টনার আমাদের সময় ডটকম, খবর টুয়েন্টিফোর ডটকম, বিডিটুডে ডটনেট, সংবাদ টুয়েন্টিফোর ডটনেট, সাপ্তাহিক চিত্রজগত, সাপ্তাহিক ছায়ালোক।

১০ম বারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে ২০১৪ ও ২০১৫ বছরের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, টেলিভিশনে প্রচারিত নাটক, টেলিফিল্ম, তথ্যচিত্র, বিজ্ঞাপনচিত্র, মঞ্চ নাটক, সঙ্গীত, ফ্যাশন ও নৃত্যসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন এমনসব ব্যক্তিত্বদের মাঝে শ্রেষ্ঠত্বে বিচারে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

সম্মানিত জুরিবোর্ড ইতিমধ্যে তাঁদের বিচারকার্য শুরু করেছেন।

নির্ধারিত এন্ট্রি ফি’সহ অনুষ্ঠানের সিডি, ডিভিডি জমা দেয়ার ঠিকানা:

১) উইজার্ড, ১৯ নিউ ইস্কাটন (২য় তলা) মিডিয়া গলি, ঢাকা-১০০০, মোবাইল- ০১৭০৫-৪০৯২৯, ০১৭১৬-৬৪১৫১১

প্রয়োজনে : ০১৭১১-৬৬৫২১৬ (রেজাউল করিম রেজা, সভাপতি : ডিসিআরইউ),
০১৭১১-১২৪২২৪ (আব্দুল্লাহ জেয়াদ, সাধারণ সম্পাদক : ডিসিআরইউ)।

Print Friendly, PDF & Email

Related Posts