বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫ ঘোষণা

বিডি মেট্রোনিউজ আজ ২৮ জানুয়ারি সকাল ১১:০০টায় বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলার সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান উক্ত সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫ ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে একাডেমির সচিব এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫ পুরস্কারপ্রাপ্তরা হলেন

কবিতা    আলতাফ হোসেন
কথাসাহিত্য   শাহীন আখতার
প্রবন্ধ    (২ জন)     আবুল মোমেন এবং আতিউর রহমান
গবেষণা    মনিরুজ্জামান
অনুবাদ    আবদুস সেলিম
মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য    তাজুল মোহাম্মদ
আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ    ফারুক চৌধুরী

নাটক   মাসুম রেজা
বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ    শরীফ খান
শিশুসাহিত্য   সুজন বড়‍ুয়া
আগামী পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন।

Print Friendly, PDF & Email

Related Posts