বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মুক্তি পেল ‘ভাইজান এলো রে’ ছবির ট্রেলার৷ গোলক ধাঁধা ট্রেলারে দুই ভাইয়ের দু-রকমের চরিত্র৷ দুই যমজের মধ্যে এক ভাই শান্ত-শিষ্ট, খানিক শারীরিক অসুস্থতা রয়েছে বলে বিভিন্ন সমস্যার মধে পড়তে হয় তাঁকে৷ আর অন্য ভাই স্মার্ট, নির্ভীক, কারও তাঁবেদারি করে না৷
‘ভাইজান এলো রে’র কয়েক মিনিটের ট্রেলারে বেশ ভালোই ট্যুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে, যা দর্শকদের উৎসাহিত করবে বলেই আশাবাদী ছবির টিম৷
এপার-ওপার দুই বাংলা সেলুলয়েডে মিলে মিশে একাকার৷ দিন কতক আগে মুক্তি পেয়েছিল ‘ভাইজান এলো রে’র পোস্টার৷ ফার্স্ট লুকেই বিশেষ চমক নিয়ে হাজির ছিলেন ছবির নায়ক শাকিব খান৷ চমক অর্থাৎ ডবল রোল৷
বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ফ্যানেদের মধ্যে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে এই ছবির পোস্টার এবং ট্রেলার৷ চিত্রনাট্য অনুযায়ী এই গল্পের নায়িকা দু’জন, শ্রাবন্তী এবং পায়েল৷ যমজ ভাইয়ের চরিত্রে রয়েছেন শাকিব।
গত মাসে ‘চালবাজ’-এর হাত ধরে বক্স-অফিসে ঝড় তুলেছিলেন শাকিব। এখন দেখার, বাংলার ভাইজানের ভাগ্যের শিকে ছেঁড়ে কিনা।
Kolkata24