মসজিদ ভেঙে একই পরিবারের সবাই নিহত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রবল ঝড় বৃষ্টি ও আঁধির দাপটে তছনছ ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খিরি এলাকা৷ প্রাকৃতিক বিপর্যয়ে এলাকার একটি মসজিদ ধসে পড়েছে৷ এতে পাঁচ জনের মৃত্যু হয়েছে৷জানা গিয়েছে, নিহতদের সবাই একই পরিবারের৷ সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে এই খবর৷ লখিমপুর খিরিতে বেশ কয়েকটি বাড়িও ধসে পড়েছে৷ এতে আরও কয়েকজন জখম হয়েছেন৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধের পর প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়৷ তখন অনেকে ভুডবা গ্রামের মসজিদের ভিতর দাঁড়িয়ে ছিলেন৷ আচমকা সেই মসজিদের খিলান ভেঙে পড়ে৷ তার তলায় চাপা পড়েন কয়েকজন৷ পরে ভেঙে পড়া অংশ সরিয়ে দেখা যায় কয়েকজনের মৃত্যু হয়েছে৷ জখমদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে৷

Print Friendly, PDF & Email

Related Posts