ইসমাইল হোসেন স্বপন. ইতালি : ইতালীতে তারুণ্য নির্ভর সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতি, ইতালীর উদ্যোগে ৭ জুন বৃহস্পতিবার রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও সেন্ট্রাল জামে মসজিদে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাঙালী সমাজকে সমাজকে ইতালীর মাটিতে আলোকিত করার প্রত্যয়ে বৃহত্তর কুমিল্লা সমিতি কাজ করে যাবে জানিয়ে সংগঠনের সভাপতি ইব্রাহিম খলিল বলেন, দেশে বিদেশী সর্বত্র বৃহত্তর কুমিল্লার নিজস্ব ঐতিহ্যকে অক্ষুন্ন রেখে প্রবাসীদের কল্যান এই সংগঠন কমিউনিটিকে এগিয়ে যাচ্ছে। তাবে সার্বিক উন্নয়নে প্রয়োজন সকলের আন্তরিকত সহযোগিতা।
এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন মজুমদার বলেন এই সমাজকে আরও সুন্দর করতে তরুনরা এগিয়ে এসেছে, আশাকরি সকল জরা জীর্ণতাকে পিছনে ফেলে বৃহত্তর কুমিল্লা সমিতি, ইতালী দেশ ও জাতিকে আরও একধাপ এগিয়ে নিতে সক্ষম হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি, ইতালীর সভাপতি হাসানুজ্জামান কামরুল জামান, সিনিয়র সহ সভাপতি নায়েব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এ.আর আহম্মেদ তপু, সাংগঠনিক সম্পাদক আবু সায়িদ ভূইয়া, যুব বিষয়ক সম্পাদক আজাদ ভূইয়া, ইতালী আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর ফরাজী, রোম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিল বন্দুকসি, ইতালী বিএনপির সহ সভাপতি এড: কামরুজ্জামান জামান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন সহ উভয় রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও বৃহত্তর ঢাকা সমিতি, ইতালীর সভাপতি কাজি মনসুর আহমেদ সিপু, উপদেষ্টা জালাল আহম্মেদ মন্টু, সহ সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, বৃহত্তর ফরিদপুর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, বৃহত্তর জালালাবাদ কল্যান সমিতি (বৃহত্তর সিলেট) এর সভাপতি অলিউদ্দিন শামীম, শরিয়ত জেলা সমিতির সভাপতি কাদের বেপারী, নোয়াখালী সমিতির সভাপতি নূরুল আবছার, কুমিল্লা জেলা সমিতি- ইতালী, বরিশাল জেলা সমিতির সভাপতি ফিরোজ খান, বাংকার ব্যবসায়ি সমিতি- ইতালীর সভাপতি মইনূল হোসেন ময়না, সহ সভাপতি মো: আব্দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক শেখাওয়াত হোসেন, বৃহত্তর নোয়াখালী যুব পরিষদের সভাপতি ওমর ফারুক, বৃহত্তর সিলেট যুব পরিষদের সভাপতি আরমান উদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুল, কুমিল্লা জেলা যুব পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন হাসান, ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রাসেল, ব্রাক্ষ্মনবাড়িয়া জেলা সমিতি, চাঁদপুর জেলা সমিতি, কুমিল্লা সিটি ক্লাব, চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা সিরাজুল ইসলাম মৃধা, সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সান পাওলো সামাজিক সংগঠনের সভাপতি কাজি মোস্তাক আহম্মেদ সুমন ও সাধারণ সম্পাদক হাসান ইমাম লিখন, মন্তেভেরদে ঐক্য পরিষদ, মারকোনী যুব পরিষদ, রোমা সাউদ সমাজ কল্যান সংঘ, এছাড়াও ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন (ইপিবিএ)‘র উপদেষ্টা ও বাংলাদেশ সমিতি, ইতালী সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, আতিয়া রসূল কিটন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় মসজিদের ইমাম রোজার তাৎপর্য তুলে ধরে বলেন, পবিত্র রমজান মাস আমাদের জন্য সৌভাগ্যের উপহার স্বরূপ। এই রমজান মাসের ত্বাকওয়া অর্জন করে এবং তা ব্যক্তি জীবনে আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভে আমরা পেতে পারি ইহকাল ও পরকালে মুক্তি।
সকল মুসলমানের শান্তি কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা শেষে সকলের ইফতার গ্রহনের মধ্যদিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।