শিউল মনজুর ॥ বাংলা একাডেমি চত্তরে অমর একুশে বইমেলা-২০১৬ উপলক্ষে নাগরী প্রকাশনা থেকে কবি ও শিশু সাহিত্যিক খালেদ উদ-দীন এর শিশুতোষ গল্পের বই সুপারম্যান প্রকাশিত হয়েছে।
টিটন কান্তি দাশের আকর্ষণীয় প্রচ্ছদে ১৬ পৃষ্টার এই বইটিতে যথাক্রমে বাবুচাচার বুলু (পৃষ্টা-৫), সুপারম্যান (পৃষ্টা-৮), পরিরাজ্য(পৃষ্টা-১২) ও পাখি শিকার(পৃষ্টা-১৪) শিরোনামের ৪টি গল্প রয়েছে।
শিশু উপযোগি সহজ সরল ভাষায় লিখিত এ গল্পগুলি শিক্ষা উপযোগি ও অত্যন্ত আনন্দায়ক। গল্পগুলি স্থানীয় ও জাতীয় পত্রিকায় ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ও শিশু পাঠকদের মনোযোগ আকর্ষণ করেছে।
খালেদ উদ-দীন কবিতা লেখার পাশাপাশি শিশুদের জন্যে গল্প লিখছেন অনেকদিন ধরে। তবে শিশুদের জন্যে এটি তাঁর প্রথম প্রকাশনা। অবশ্য এর আগে তাঁর তিনটি কবিতার বই, রঙিন মোড়কে সাদা কালো (২০০৮), ভাঙা ঘর নীরব সমুদ্র (২০০৯), জলপাতালে মিঠে রোদ (২০১৫) প্রকাশিত হয়েছে। তিনি সাহিত্যের ছোট কাগজ বুনন সম্পাদনা করে থাকেন।
অফসেটে মুদ্রিত ঝকঝকে ছাপা সুপারম্যান বইটির মূল্য ৭০ টাকা। আশা করি এই মেলায় প্রকাশিত তাঁর শিশুতোষ গল্পের বই সুপারম্যান শিশু কিশোর পাঠকদের পাশাপাশি বড়দেরও মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে।