মেসির অটোগ্রাফ নিতে সাইকেলে চড়ে মস্কোতে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রিয় ফুটবল তারকার জন্য ঠিক কতটা পাগলামি করতে রাজি আপনি? তবে যে কাজটাই করুন না কেন কেরলের ক্লিফিন ফ্রান্সিসকে টপকানো কিন্তু বেশ কঠিন।

লিয়োনেল মেসিভক্ত কেরলের চেরথালার গণিত শিক্ষক ক্লিফিন প্রিয় তারকার অটোগ্রাফ পাওয়ার বাসনায় সাইকেল চালিয়ে মস্কোয় পৌঁছেছেন। হ্যাঁ, একদম ঠিক পড়েছেন।

দুবাই থেকে সড়কপথে ৪ হাজার কিলোমিটার সড়কপথ সাইকেলে চড়ে বিশ্বকাপের মাঝে রাশিয়ার রাজধানীতে গিয়ে পৌঁছেছেন ক্লিফিন।

১৩ মার্চ দুবাই থেকে সাইকেলে পথচলা শুরু করেছিলেন তিনি। ৫ জুন রাশিয়ার ভুখন্ডে প্রবেশের পরে এদিন তিনি মস্কোয় পৌঁছেছেন। মোট ৩ মাস ৫ দিন টানা সাইকেল চড়া, শুধুমাত্র প্রিয় তারকা মেসিকে সামনাসামনি দেখে তার অটোগ্রাফ জোগাড় করার প্রত্যাশা নিয়ে বিশ্বকাপের মঞ্চে ভারত সুযোগ না পেলেও বিশ্বব্যাপী সমর্থকদের মতোই উন্মাদনার বিচারে যে ভারতীয়রাও পিছিয়ে নেই, সেটাই যেন প্রমাণ করে দিয়েছেন ক্লিফিন।

ভারতীয় ক্লিফিনের মতোই ফুটবলপাগল পোর্তুগিজ এলডার বাতিস্তাও প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার সাইকেল পাড়ি দিয়ে এদিনই মস্কোয় পৌঁছেছেন।

Print Friendly, PDF & Email

Related Posts