বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ এবার একুশের বইমেলায় দুটি গ্রন্থ এসেছে দর্পণ কবীরের।তার মুখেই শুনুন বই দুটি সম্পর্কে। তিনি বলেন, ‘আমার এবার দুটি গ্রন্থ বের হচ্ছে অমর একুশের বইমেলায়। আমার তৃতীয় কাব্যগ্রন্থ-বসন্ত নয় অবহেলা ও চতুর্থ ছড়াগ্রন্থ-বোকারাম হদ্দ প্রকাশ করছে বিশ্বসাহিত্য ভবন প্রকাশনী।’
কাব্যগ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ এবং ছড়াগ্রন্থের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মামুন হোসাইন। বইমেলায় বিশ্বসাহিত্য ভবনের স্টলে বই দুটি পাওয়া যাবে।
বসন্ত নয় অবহেলা কাব্যগ্রন্থে অন্তর্ভূক্ত কবিতাগুলোতে প্রেম-বিরহ, পাওয়া-না পাওয়া বা পেয়ে হারানোর আহাজারি, ত্যাগের মহিমা, জীবন ও যাপনের দ্বন্দ্ব বা শিল্পময়তা, প্রিয় মানুষের কাছে আসার অহর্নিশ হৃৎ টান বা দূরত্ব মেপে দুঃখ বিলাসী কষ্টের লাবণ্য ছড়ানো রোমান্টিক দ্রোহ বিধৃত হয়েছে। দূরাগত স্বপ্নের লাগাম টেনে বহমান সময় বা দীর্ঘশ্বাসের ভারে ক্লিষ্ট দুঃসময়ের কথামালাও ফুটে উঠেছে কিছু কবিতার পরতে পরতে। শব্দ-সুষমায় বাক্যের কাব্যময়তা, ব্যাঞ্জণা, ছন্দ ও দর্শনের ত্রি-মাত্রিক শিল্পবিভাসে কবিতাগুলোতে উচ্চারিত হয়েছে একেকটি আখ্যান, যা যে কোন হৃদয়ের কথামালার মত প্রিয়।
বোকরাম হদ্দ ছড়াগ্রন্থে-সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, রাজনৈতিক সংস্কৃতি, ক্ষমতাবানের দম্ভ বা আমজনতার দূর্ভোগ-ক্ষোভ এবং আমাদের চারপাশের জটিল-কুটিল ও মজাদার চরিত্র অঙ্কিত হয়েছে গ্রন্থে অন্তর্ভূক্ত ছড়াগুলোয়। শ্লেষ, বিদ্রুপ, রসিকতা, কটাক্ষ, খোঁচা রয়েছে ছড়ার উপজীব্য বিষয়ে, ছন্দের পরতে পরতে। যারা মনে করেন সমাজ বিনির্মাণে ছড়া শ্লেষমাখা বিপ্লবের মৃদু আঘাত, তাদের জন্য ছড়াগুলো সুখপাঠ্য হবে।