তুরস্কে ফের এরদোগান ক্ষমতায়

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ তুরস্কে ফের ক্ষমতায় এলেন প্রেসিডেন্ট এরদোগান। এই প্রথমবার সেদেশে একইসঙ্গে অনুষ্ঠিত হল প্রেসিডেন্ট ও পার্লামেন্টের নির্বাচনের ভোট। সেই নির্বাচনে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বেসরকারি হিসেব অনুযায়ী, এরদোগান একাই ৫৩ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মুহাররম ইনজে পেয়েছেন ৩১ শতাংশ ভোট।

এদিকে পার্লামেন্ট নির্বাচনেও এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ৯৬ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায় জোটগতভাবে পার্লামেন্টে তারা ৫৫ শতাংশ ভোট পেয়েছে। পার্লামেন্ট নির্বাচনে জোট হিসেবে জয়ী হলেও পার্লামেন্টে একক পার্টির আধিপত্য শেষ হয়েছে। বর্তমানে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নিতে তাদের জোট সঙ্গী এমএইচপির সমর্থন প্রয়োজন হবে। আর কোনও সাংবিধানিক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রধান বিরোধী জোট সিএইচপি অথবা কুর্দি সমর্থিত দল এইচডিপির সমর্থন প্রয়োজন হবে।

এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পেলে এরদোগানকে দ্বিতীয় দফায় ভোটে লড়তে হতো। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় তুরস্কের বিভিন্ন শহরে এরদোগানের সমর্থকরা বিজয় উৎসব করছে।

Print Friendly, PDF & Email

Related Posts