খালেদ উদ্দিন ॥ অমর একুশে বইমেলা ২০১৬ তে আসছে ফ্রান্স প্রবাসী কবি বদরুজ্জামান জামানের ২য় কাব্যগ্রন্থ বোধের দরজায় খিল। শিল্পী তৌহিন হাসানের তুলির নান্দনিক আঁচড়ে অঙ্কিত প্রচ্ছদের চার ফর্মার বইটি প্রকাশ করেছে ‘নাগরী প্রকাশ’, সিলেট।
কবি বদরুজ্জামান জামান একজন প্রবাসী কবি । ২০০৫ সাল থেকে প্রবাস জীবন যাপন করছেন। কলেজ জীবন থেকে লিখছেন কবিতা ছড়া গল্প ইত্যাদি । অমর একুশে বইমেলা ২০১৫ তে তার প্রথম কাব্যগ্রন্থ ‘অশান্ত সমুদ্র পুষি’ প্রকাশিত হয়।
তার কবিতায় পাওয়া যায় মানবপ্রেম, স্বদেশ প্রেম, মানবতাবোধ, এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ । প্রবাস জীবনের নানা ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত লিখছেন কবিতা ছড়া গল্প ইত্যাদি। তা ছাড়া কবি বদরুজ্জামান জামান অনলাইন সাংবাদিকতাসহ সাহিত্যের ছোট কাগজ ‘স্রোত’ সম্পাদনা করছেন।
ছবিতে প্রকাশিত বই হাতে ৩০জানুয়ারি শনিবার সন্ধ্যায় নাগরী প্রকাশ সিলেটে কবি শিউর মনজুর, কবি আবিদ ফায়সাল, কবি ফজলুর রহমান বাবুল , কবি খালেদ-উদ-দিন, প্রকাশক সূফী সুফিয়ান, ও কবি প্রবাল দ্বীপ।
অমর একুশে বইমেলা ২০১৬ ঢাকায় নাগরী প্রকাশের ৩৭৭নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।