স্বপ্নের প্রজাপতি ॥ কাজী রিয়াজুল ইসলাম

দিনরাত সরাক্ষণ আমার ছোট্ট ঘরটা জুড়ে
একটি চঞ্চলা প্রজাপতি
রঙিন পাখনা মেলে মেলে বেড়ায় উড়ে
আহা কি দারুণ তার মনমাতানো ছন্দ-গতি।

আমার দিকে চেয়ে সে নানান ভাষায় হাসে
চারদিকটা মুখরিত করে ঘ্রাণে,
হৃদয়-সিন্দুক ভরে যায় ছন্দ-অনুপ্রাসে
রূপান্তরিত হয়ে যায় শেষে কবিতা-গানে।

White-Blossoms
থাকবে আজীবন আমার বক্ষ-আকাশ জুড়ে
এই স্বপ্নের প্রজাপতি
শূন্য জীবনটা ভরালো কোহিনূরে
পেলো গতি  চরে ঢাকা নিরাশার মরানদী।

প্রিয়তমা, তুমিই তো সেই কাক্সিক্ষত প্রজাপতি,
দূর হয়ে গেলো ছিলো যতো জীবনের অসংগতি

Print Friendly, PDF & Email

Related Posts