‘২০১৯ সালে নির্বাচন’

মেট্রো নিউজ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেছেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়-সীমার আগে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না।

তিনি বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ রাসেলের ৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ২০১৯ সালে নির্বাচন হবে। নির্বাচনে আসুন। দেশের মানুষের প্রতি আস্থা রাখুন। নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে পারবেন না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের ভালোবাসেন। শেখ রাসেলের প্রতি সম্মান জানাতে হলে আপনাদের রাসেলের মতো হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান আপনারা। আপনাদের দায়িত্ব অনেক বেশি। এ সময় পূজায় নিরাপত্তা নিশ্চিত করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসনকে অভিনন্দন জানান তিনি।

মায়া বলেন, বাংলার মানুষকে অভিনন্দন জানাবো শারদীয় উৎসব শুরু হয়েছে। পূজা মন্ডপে গিয়ে দেখেন, কি হিন্দু, কি মুসলিম বুঝার উপায় নাই। এই উৎসব যেন কেউ নষ্ট করতে না পরে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র চিরতরে নসাৎ করতে হবে।

সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নওশের আলী প্রমুখ।

Print Friendly, PDF & Email

Related Posts