ভালোবাসার দোলনা ॥ কাজী রিয়াজুল ইসলাম

ভালোবাসার পৌষ-সকালের সূর্যের সুমিষ্টি তাপে
অনেকের নাকি ছিঁড়ে যায় আবেগের শিকল?
এরা জীবন-সড়কের বিস্তৃতি নির্ণয়ের পরিমাপে
মহাভুল করে, কারণ বোধ-চেতনার মিটার বিকল।

 

আবেগের ফুল হয় ক্ষণিকের জন্যে বন্ধু-দোসর
চারইঞ্চি লম্বা জ্বলন্ত সিগারেটের মতো,
প্রকৃত প্রেমিক-প্রেমিকার হৃদয়ের জেনারেটর
চিরসচল, যা দিয়ে যায় পরিমিত তাপ অবিরত।

 

Meghbalika_large

 

আবেগী ভালোবাসার ফুল কখনো চেয়ো না তুলতে
যা ভেঙে দেয় বোধের ডানা, অতঃপর
যেতে হয় শরাবখানায় অতীতের জ্বালা ভুলতে;
ক্রমে ক্রমেই হতে থাকে ক্ষয় জীবনের পরশপাথর।

 

প্রিয়তমা, পরিণয়উত্তর শাশ্বতিক ভালোবাসার দোলনা
দূর করে দিতে পারে পরকীয়া, হানাহানি, ছল-ছলনা

Print Friendly, PDF & Email

Related Posts