বইমেলায় আমিনুল ইসলাম মামুনের ছড়ায় ছড়ায় বর্ণমালা

বিডি মেট্রোনিউজ ডেস্ক একুশে বইমেলায় এল ছড়াকার আমিনুল ইসলাম মামুনের ছড়ার বই ‘ছড়ায় ছড়ায় বর্ণমালা’। মেলার প্রথম সপ্তাহে এসেছিল তার ‘ঘুড়ির মাঠে আয় রে সবে’ নামক ছড়াগ্রন্থ। ‘ছড়ায় ছড়ায় বর্ণমালা’ গ্রন্থটি মেলায় এনেছে প্রকাশনা সংস্থা তুষারধারা।

বইটিতে প্রতিটি বর্ণমালার সাথে রয়েছে দুই লাইনের একটি করে ছড়া। শিশুদের জন্য সহজবোধ্য করে লেখা প্রতিটি ছড়াই ভালো লাগার মতো।

ইতোপূর্বে তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে; দুষ্টু ছেলের দল (ছড়া-২০০৪), কানামাছি (ছড়া-২০০৭), মন ছূঁয়েছে মন (উপন্যাস-২০০৯), শিকল ভাঙার ছড়া (ছড়া-২০১০), এক জীবনের গল্প (উপন্যাস-২০১২), তারা জ্বলে কথা বলে (ছড়া-২০১৪), পরীর নাম লজ্জাবতী (শিশুতোষ গল্প-২০১৫), ভূত দেখেছি কয়েকবার (শিশুতোষ গল্প-২০১৫), ঘুড়ির মাঠে আয় রে সবে। বইমেলায় প্রকাশিত ‘ছড়ায় ছড়ায় বর্ণমালা’ গ্রন্থটি মেলার তুষারধারা’র স্টলে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী সোহাগ পারভেজ। পিন বাইন্ডিং করা চমৎকার এ গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ৮০ টাকা মাত্র।

মেলায় প্রাপ্তিস্থান: তুষারধারা’র স্টল।

Print Friendly, PDF & Email

Related Posts