বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ বইমেলায় আসছে ঢাকা রিপোর্টাস ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক ওমর ফারুক এর উপন্যাস ছোট সাহেবের ফাঁসি।
উপন্যাসের কাহিনী এরকম : পুত্রবধুকে হত্যা করে বিলকিস বানু। কিন্তু হত্যাকান্ডের দায় নেয় তার একমাত্র সন্তান শাকিল আহমেদ। এই হত্যার দায়ে্ই ফাঁসির দন্ড হয় শাকিল আহমেদের।
সিনিয়র জেল সুপার হিসেবে কর্মরত মহসিন আলীর নির্দেশে ফাঁসি কার্যকর হবে। অথচ এই মহসিন আলীই ছোটবেলায় কাজ করত শাকিল আহমেদের বাড়িতে। হত্যা না করেও নির্দোষ শাকিল ফাঁসির মঞ্চে যখন অপেক্ষমান তখন মহসিন আলীর দুনিয়া এলোমেলো হয়ে যায। বিবেকবোধ আর বাস্তবতার এক কঠিন পরীক্ষার মুখোমুখি হন মহসিন আলী। এই সংকট নিযেই এগোয় উপন্যাসের কাহিনী।
উপন্যাসটি সম্পর্কে ওমর ফারুক জানান, এমন কাহিনী নিয়ে আমার লেখা ছোট সাহেবের ফাঁসি নামের উপন্যাসটি বের হতে যচ্ছে। প্রকাশ করছে স্বনামধন্য প্রকাশনী ভাষাচিত্র। আগামী শুক্রবার থেকে বই মেলার ৪১৫-১৪৬ নম্বর ভাষাচিত্রের স্টল-এ বইটি পাওয়া যাবে। বইটির মুখবন্ধ লিখছেন সাবেক ডিআইজি প্রিজন্স শামসুল হায়দার ছিদ্দিকী। কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি।
বইটির প্রচ্ছদ এঁকেছেন মাহবুবুল হক।