ভোট কক্ষ থেকে গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা যাবে না: সিইসি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ নির্বাচনের দিন ভোট কক্ষের ভেতর থেকে গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তবে কক্ষের বাইরে থেকে সরাসরি সম্প্রচারে কোনো নিষেধ নেই বলেও জানিয়েছেন তিনি।

শনিবার বিকালে নির্বাচন ভবনে সাংবাদিক সম্মেলনে সিইসি এসব কথা জানান।

সিইসি বলেন, আমাদের আসল উদ্দেশ্য হল যারা নির্বাচন কাজে ব্যস্ত থাকে তারা যেন বিরক্ত বোধ না করে, তাদের কাজে ব্যাঘাত যেন না ঘটে তা নিশ্চিত করা।

তিনি বলেন, মোবাইল ফোন ব্যবহার করে ভোট কেন্দ্রের ছবি তোলা যাবে।ভোটকেন্দ্রে সীমিত আকারে সাংবাদিক ঢুকবে, প্রিজাইডিং অফিসার বিষয়টি ওই সময়ে নিশ্চিত করবে।

আইন শৃঙ্খলা সমন্বয় সভায় মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেটের গতি কমিয়ে আনতে যে প্রস্তাবনা রাখা হয়েছিল সেটার সিদ্ধান্ত এখনো পুরোপুরি হয়নি বলে সাংবাদিকদের জানান তিনি।

Print Friendly, PDF & Email

Related Posts