‘মেয়ে’ শিরীনের জন্য ভোট চাইলেন শেখ হাসিনা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দশম জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জন্য ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এই পীরগঞ্জ আমার আসন। আমার এই মেয়েকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। তাকে নৌকায় ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া।  রোববার বিকেলে রংপুর পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, শিরীন শারমিন চৌধুরী যদি আবারও নির্বাচিত হয় এবং আওয়ামী লীগ সরকার গঠন করে তাকে আবারও স্পিকার করা হবে। স্পিকারের পদ হচ্ছে পার্লামেন্ট সর্বোচ্চ পদ, রাষ্ট্রপতি পদের পরেই হচ্ছে স্পিকার আর তারপরে হলো প্রধানমন্ত্রী। কাজেই আপনাদের সৌভাগ্য আমি আরো বড় একজনকে আপনাদের মাঝে এনে দিয়েছি।’’

তিনি যোগ করে বলেন, ‘তিনি (শিরীন) যেভাবে আন্তরিকতার সঙ্গে আপনাদের এই দীর্ঘদিন পীরগঞ্জে থেকে কাজ করে যাচ্ছেন, আমার পক্ষে তো থাকা সম্ভব হতো না। কাজেই আমি দোয়া করি আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

বিএনপির সমালোচনা করে এ সময় শেখ হাসিনা বলেন, ‘ওই জামায়াত ১৯৭১ সালে ছিল যুদ্ধাপরাধী। তারা গণহত্যা চালিয়েছে, মা-বোনের ইজ্জত লুটেছে, তারা এদেশের মানুষকে খুন করেছে, আগুন দিয়ে পুড়িয়েছে। ওই বিএনপি মিঠাপুকুর থেকে শুরু করে পুরো এলাকায় বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, ট্রাক পুড়িয়েছে, রাস্তাঘাট কেটে দিয়েছেন, গাছ কেটেছে কাজেই তাদের থেকে সাবধান থাকবেন।’

‘‘তাদের নেত্রী খালেদা জিয়া চুরি করে, এতিমের টাকা মেরে খেয়ে জেলে রয়েছে। আর তার ছেলে টাকা পাচার করেছে দশ ট্রাক গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত, ২১শে আগস্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত। এদের থেকে দেশবাসীকে সাবধান হতে হবে।’’

Print Friendly, PDF & Email

Related Posts