মতলব উত্তরে অলিপুর উবির একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর):  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অলিপুর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা ১২ টায় স্কুল মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্জ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি। এরপর অলিপুর স্কুলের ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি রুহুল। ২ কোটি ৮৮ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছে সরকার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, আমি বলেছিলাম নির্বাচিত হয়েই উন্নয়ন কাজ শুরু করবো। তাই শিক্ষা ভবন দিয়েই চাঁদপুর-২ আসনে উন্নয়ন শুরু করলাম। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আমি সেই সুযোগের সম্মান রাখবো ইনশাআল্লাহ।

এমপি রুহুল বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই শিক্ষা ক্ষেত্রে আমার কোন আপত্তি নেই। যেখানে শিা প্রতিষ্ঠান আছে সেখানেই উন্নয়ন হবে। জাতি উন্নত হতে হলে শিতি প্রজন্ম দরকার। তাই সকলে শিক্ষার ব্যাপারে সচেতন হতে হবে। এই অলিপুর স্কুলকে কলেজে রূপান্তরিত করতে আমার সর্বাত্মক চেস্টা থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিয়াজুল হাসান রিয়াজ, শিক্ষানুরাগী নাজমা বেগম, ম্যানেজিং কমিটির সভাপতি হারুনুর রশীদ হারুন প্রমুখ।

আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাড. মনজুর মোর্শেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. মানিক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, দাতা সদস্য ইঞ্জি. ইসমাইল হোসেন আকন্দ, অভিভাবক সদস্য মিজানুর রহমান, প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, দাতা সদস্য সাইজ উদ্দিন, দাতা সদস্য গোলাম মোস্তফা প্রমুখ।

Print Friendly

Related Posts