স্মৃতিস্তম্ভ ডাইনে আমার শহীদমিনার বায়ে
আমার বুকের ভেতরে স্মৃতিস্তম্ভ
কপালের বলিরেখায় শহীদমিনার
আমি প্রতিদিন একটু একটু করে-
শোধ করে যাই শহীদের ঋণ
আমার প্রতিদিন বিজয়ের দিন।
আমার বারোটি মাসের নাম, ডিসেম্বর
মার্চ আমার প্রতিটি দিনের অনুভব
ঘন্টা মিনিট সেকেন্ড তার বিজয়ে উড্ডীন
আমার প্রতিদিন বিজয়ের দিন।
আমি লাল পোশাক করি না ধারণ
সবুজ রেখেছি বৃক্ষের গায়ে
স্মৃতিস্তম্ভ ডাইনে আমার, শহীদমিনার বায়ে
ফুল ছিঁড়ে ছিঁড়ে আমি গড়িনি মালা
কালো-কালো অক্ষরে সাজাইনি অঞ্জলি
আমার শাণিত রক্তে, শোক থাকে অমলিন
আমার প্রতিদিন বিজয়ের দিন।