দুমকিতে কৃষকের জীবনমান উন্নয়নে গ্রামীণ মূল্যায়ন কর্মসূচি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পটুয়াখালী সরেজমিন গবেষণা বিভাগের উদ্যোগে খামার পদ্ধতি গবেষণার মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়নে কোস্টাল ইকো সিস্টেম এর আওতায় অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার সকাল ১১টায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্টের অর্থায়নে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জামলা খামার পদ্ধতি গবেষণা ও উন্নয়ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গাজী নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিএআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ আখতার হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এএফএম মামুন।

অনুষ্ঠানে প্রায় ২৫ জন কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন। এতে কৃষকের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

Print Friendly, PDF & Email

Related Posts