সপ্তাহে একদিন গাড়ি চলবে না বাংলাদেশে!

বিডি মেট্রোনিউজ দূষণ নিয়ন্ত্রণে এবার ঢাকায় শুরু হচ্ছে নো কার ডে পালন। এটা অবশ্য সরকারের কোনও কর্মসূচি নয়। বরং, ঢাকার কয়েকজন তরুণ মিলেই এই চেষ্টা শুরু করেছেন।

দেশের সব বড় বড় কর্পোরেট অফিসে গিয়ে তাদের প্রধান কর্তাব্যক্তিদের অনুরোধ করেছেন এই তরুণরা। যাতে প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি আনতে নিষেধ করা হয়।

এই উদ্যোগ যে তরুণরা নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম আরাফাত নোমান বলেছেন, ‘প্রথমে আমাদের কথা শুনে সবাই খুব হেসেছিল। পরে সবাইকে বুঝিয়ে বলেছি যে, এখানে কোনও জোরাজুরি নেই। ফেসবুকেও নাকি অন্তত ১০ হাজার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।’

এই উদ্যোগ সফল হলে মাসে অন্তত একদিন নো কার ডে পালন করার অনুরোধ জানাবেন। প্রতি বুধবার নো কার ডে পালন করতে চান। আসলে উদ্যোক্তারা মনে করছেন, এই উদ্যোগ সফল হলে জ্বালানি সাশ্রয় থেকে শুরু করে ঢাকার মানুষের প্রধান সমস্যা যানজট থেকে মুক্তি পাওয়া যাবে।

Print Friendly, PDF & Email

Related Posts