পটুয়াখালীতে ৪৫ বিআরডিবি কর্মচারীর মানবেতর জীবনযাপন

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: বিআরডিবি কর্মচারীদের রাজস্ব বাজেটে স্থানান্তর না হওয়া ও জাতীয় বেতন স্কেল ২০১৫ বাস্তবায়ন না হওয়ায় পটুয়াখালীতে মানবেতর জীবন যাপন করছেন ৪৫ জন কর্মচারী।

দীর্ঘ কয়েক বছর বেতন ভাতা বন্ধ থাকায় সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছেন এসব কর্মচারীদের পরিবার।

কর্মচারীদের রাজস্ব বাজেটে স্থানান্তর ও জাতীয় বেতন স্কেল ২০১৫ বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। গত সপ্তাহে জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। জেলার আটটি উপজেলার কর্মচারীরা এতে অংশ নেন।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা ইউসিসিএ’র সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা এসময় মানবেতর জীবন থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Print Friendly

Related Posts