বিশ্বাসের তৈলচিত্র ॥ কাজী রিয়াজুল ইসলাম

দু’জনে একসাথে কিংবা আগে-পরে নিতে পারি চিরবিদায়। তবে
যেহেতু তোমার চেয়ে নিয়েছি বেশী দশটি বসন্তের স্বাদ
তাই ধরে নিতে পারি আমাকেই আগে তরিতে উঠতে হবে,
ভাঙবে দু’জনের যৌথমেলা, অপূর্ণ থেকে যাবে অনেক স্বপ্ন-সাধ।

 

Shanu

 

কয়েক যুগ ধরে তোমাকে তো চিনি, জানি কি করবে তখন তুমি;
আলমারি খুলে নেবে অতীতের স্মৃতি ধরেরাখা স্বপ্নের এ্যালবাম
যার প্রতিটি পাতা হবে তোমার ভালোবাসার পূন্যভূমি,
যেটি বুকে চেপে পাঠাতে থাকবে আমার জন্যে মুক্তির টেলিগ্রাম।

 

কখনোবা আমার কোনো কবিতা পড়তে থাকবে একা একা,
সহসা উঠবে বলে : ‘ওগো তুমিতো কাছে আছো পেয়েছি দেখা।”

 

এসবই কিন্তু আমার একান্ত বিশ্বাসের সারসংক্ষেপ তরজমা,
বলো, বলোতো ভুল কি বলেছি কোনো কিছু প্রাণাধিক প্রিয়তমা?

Print Friendly, PDF & Email

Related Posts