রবি-এয়ারটেল গ্রাহকদের অগ্রিম এয়ারটাইম ও ডাটা সেবা দিতে চুক্তি সই

তাৎক্ষনিকভাবে টাকা পরিশোধ করা ছাড়াই রবি এবং এয়ারটেল গ্রাহকদের অগ্রিম এয়ারটাইম ও ডাটা সেবা দিতে সম্প্রতি নায়ারটাইম বাংলাদেশ লিমিটেডের সাথে একটি চুক্তি সই করেছে রবি আজিয়াটা লিমিটেড। ফোন কল বা ইন্টারনেট ব্যবহার করার মত পর্যাপ্ত অর্থ না থাকলে গ্রাহকরা যাতে সমস্যায় না পড়েন সে উদ্দেশ্যে চুক্তিটি করা হয়েছে।

চুক্তির আওতায় এয়ারটাইম ও ডাটা ছাড়াও বিপ কল এবং স্পন্সরড সেবা উপভোগ করতে পারবেন রবি ও এয়ারটেল গ্রাহকরা।

রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং নায়ারটাইম বাংলাদেশ লিমিটেডে’র (সিভিএএস) ডেপুটি সিইও মার্ক জন মুলার সম্প্রতি রাজধানীতে রবির কর্পোরেট অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সম্পর্কিত চুক্তিটি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র চিফ ফিন্যান্সিয়াল অফিসার রনি তোহমে, চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব, চিফ প্রকিউরমেন্ট অফিসার এ কে এম মোরশেদ, এয়ারটেল বিজনেস’র এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মাহবুবুল আলম ভুঁইয়া এবং এমও বায়িংএর ভাইস প্রেসিডেন্ট জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

নায়ারটাইম’এর হেড অব বিজনেস ডেভলপমেন্ট হিমাঙ্ক জেইন, কি একাউন্ট ম্যানেজার (বাংলাদেশ) এসএম নাফিউল হোসাইন এবং প্রজেক্ট ডেলিভারি ম্যানেজার মাহমুদুল হাসান রোমান উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Related Posts