বিকল্প ক্রেডিট রেটিং সেবা দিতে রবি ও সিআরএবি’র চুক্তি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ গ্রাহকদের বিকল্প ক্রেডিট রেটিং এবং এ সংক্রান্ত ব্যবসায়িক সেবা দিতে একটি চুক্তি সই করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি) ও রবি আজিয়াটা লিমিটেড।

রাজধানীর রবি কর্পোরেট অফিসে সম্প্রতি রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং সিআরএবি’র ম্যানেজিং ডিরেক্টর হামিদুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

গ্রাহকদের আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার সময় আর্থিক প্রতিষ্ঠান, অনার্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থাগুলো বিকল্প রেটিং সেবার সহায়তা নিতে পারে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ এবং এম-মানি’র ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Related Posts