বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে থেকে রওয়ানা হওয়া উড়োজাহাজ ( বোয়িং ৭৩৭) ১৩৬ জন যাত্রী নিয়ে ফ্লোরিডার এসটি জনস নদীতে গিয়ে পড়ে। যুক্তরাষ্ট্র সরকার আরোহীদের উদ্ধারে অভিযান শুরু করেছে। দেশটির নিরাপত্তা বাহিনী অনেক যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। বিমানে সব যাত্রী বেঁচে যায়।
ফ্লোরিডার জ্যাক্সনভিলের নেভাল এয়ার স্টেশন বলেছে, বিমানটি রানওয়ে থেকে নদীতে গিয়ে পড়ার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। এ ঘটনায় আরোহীদেের এখনও কোন ক্ষতি হয় নি।
ফ্লোরিডার জ্যাক্সনভিলের নেভাল এয়ার স্টেশন আরো জানিয়েছে, যেখানে গিয়ে বিমানটি পড়েছে, সেখানে পানি কম থাকায় বিমানটি ডুবে যায়নি।
জ্যাক্সনভিল শহরের মেয়র লেনি কারি এক টুইটে বলেছেন, ১৩৬ আরোহীর বিমানটি রানওয়ে ছিটকে নদীতে গিয়ে পড়ে গেছে, বিষয়টি আমি জেনেছি। আমাদের জরুরি নিরাপত্তা কর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে এ ঘটনায় যাত্রীরা সবাই এখন নিরাপদে আছেন।