বাজেট অধিবেশন ১১ জুন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে ১১ জুন মঙ্গলবার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সোমবার এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানানো হয়েছে: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহবান করেছেন। বর্তমান সরকারের এটিই হবে প্রথম বাজেট অধিবেশন।

আগামী ১৩ জুন (বৃহস্পতিবার) সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। অর্থমন্ত্রী হিসেবে এবারই প্রথম বাজেট বক্তৃতা করবেন আ হ ম মুস্তফা কামাল।

Print Friendly

Related Posts