বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ১৬ মে ঢাকা আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিতে আসা পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক সভার আয়োজন করা হয়। এবারের সভার আলোচ্য বিষয় ছিলো “রিকোভারী মূলধন”।
সভার শুরুতে সভার উদ্দেশ্যে নিয়ে বক্তব্য প্রদান করেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার, উম্মে জান্নাত।
পরবর্তীতে নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সেলর ফাইরুজ জিহান “মাদক নির্ভরশীলদের চিকিৎসায় রিকোভারী মূলধনের
প্রয়োজনীয়তা” বিষয়ে সচিত্র উপস্থাপনা করেন।
সভায় বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন মনোচিকিৎসক ডাঃ আক্তারুজ্জামান সেলিম। তিনি বলেন, একজন মাদক নির্ভরশীল ব্যক্তির রিকোভারী মূলধন থাকলে এটি তার রিকোভারী জীবনের পথটি অনেক দীর্ঘায়িত হতে সহায়তা করে এবং এই রিকোভারী মূলধন ধরে রাখার ক্ষেত্রে পরিবারের ভূমিকা অনেক বেশি কারণ পরিবারও একটি রিকোভারী মূলধন।
সভায় মুক্ত আলোচনা পর্বে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞ আলোচক ও নারী কেন্দ্রের স্টাফগন।
সভাটি ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়। সবশেষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে সকল অভিভাবককে উক্ত সভায় উপস্থিত থেকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে সভা শেষ করা হয়।