জামায়াতে ইসলামির নতুন নাম ‘বিডিপি’ হচ্ছে

বিডি মেট্রোনিউজ ডেস্ক নতুন নামে আত্মপ্রকাশ করতে চলেছে জামায়াতে ইসলামি। দলের সম্ভাব্য নাম ঠিক করা হয়েছে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’ বা, ‘বিডিপি’। নতুন নামের দলে জামায়াতের ৬০ বছর বা তার বেশি বয়সের নেতাদের কোনও জায়গা দেওয়া হবে না। খবর আনন্দবাজার পত্রিকার।

জামায়াতেরই একটি সূত্র জানাচ্ছে, শিগগিরই দল ‘নিষিদ্ধ’ হতে পারে ধরে নিয়ে সম্প্রতি দলের নীতি নির্ধারকেরা নতুন দল গড়ার সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত করে ফেলেছেন। ‘বিডিপি’ নামে নতুন দল গড়ার কথা দলের বিভিন্ন ইউনিটের সভায় বলতে শুরুও করে দিয়েছেন জামায়াত নেতারা।

জামায়াতের একটি সূত্র জানাচ্ছে, নতুন দল পরিচালনার জন্য শীর্ষস্থানীয় দুই নেতার নামও মোটামুটি ঠিক করা হয়েছে। নতুন দল ‘বিডিপি’র সভাপতি হতে পারেন জামায়াতের সেক্রেটারি-জেনারেল শফিকুর রহমান। তিনি পেশায় চিকিৎসক। বয়স প্রায় ষাট। আর সাধারণ সম্পাদক হিসেবে ভাবা হয়েছে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও দলের প্রাক্তন সাংসদ হামিদুর রহমান আজাদকে।

এক জামায়াত নেতা জানিয়েছেন, জামায়াতকে যদি আদালত ‘যুদ্ধাপরাধী দল’ বলে নিষিদ্ধ ঘোষণা করে, সেই আশঙ্কা থেকেই নতুন দল গড়ে তুলছেন জামায়াতের নীতি নির্ধারকেরা। কিন্তু এর ফলে, মূল দল জামায়াতে ইসলামি একেবারেই বিলুপ্ত হয়ে যাচ্ছে না। ফলে নতুন দলেও জামায়াতের কর্তৃত্ব ও প্রভাব পুরোদস্তুর বজায় থাকবে।

একাত্তরের দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ‘‘জামায়াত যে নতুন নাম নিয়ে রাজনীতি করতে চাইবে, এটাই স্বাভাবিক। মিশরেও এই ভাবেই তারা ক্ষমতায় গিয়েছিল। জামায়াত নতুন নামে এলেও দেখতে হবে, তাদের রাজনৈতিক দর্শন কী হয়। তারা যদি বাংলাদেশের সংবিধান মেনে রাজনীতি করতে চায়, তা হলে আপত্তির কিছু কারণ রয়েছে বলে মনে করি না।’’

Print Friendly, PDF & Email

Related Posts