পবিত্র আশুরা পালিত

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মুসলমানরাও শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ১০ মহররম পবিত্র আশুরা পালন করেছে। সমাজে সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করার সময় হিজরি ৬১ সালের মহররম মাসের ১০ তারিখে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার ময়দানে হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) শাহদাত বরণ করেন।
তখন থেকে দিনটিকে ‘ত্যাগ ও শোকের’ প্রতীক হিসেবে পালন করা হয়। আশুরাকে আরবি ভাষায় ‘দশম’ বলা হয়। দিনটিকে স্মরণ করার জন্য আক্ষরিক অর্থে একে আশুরা বলা হয়।

ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান দিনটি পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। রাজধানীতে শিয়া মুসলমানরা পুরাণ ঢাকার হোসনি দালানের ইমাম বাড়া থেকে এক বিশাল তাজিয়া মিছিল বের করে।
এছাড়া, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর ও পুরানা পল্টনসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল বের করা হয়। দিনের অন্য কর্মসূচির মধ্যে ছিল- কুরআন খানি, মিলাদ মাহফিল, রোযা এবং দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ।
চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেট সহ সব প্রধান শহরগুলোতে, শিয়া মুসলমানরা ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে তাজিয়া মিছিল বের করেছে।

খবর বাসসের।

Print Friendly, PDF & Email

Related Posts