দুমকিতে বিদ্যালয়ে নিয়োগ না দেয়ার দাবিতে মানববন্ধন

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে গৌতম হাওলাদারকে  জলিশা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে ছাত্রছাত্রী, অভিভাবক, সুশীল সমাজ ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম কামাল, অভিভাবক আলতাফ হোসেন ফরাজী, মাহিনুর বেগম।

বক্তারা শৃঙ্খলা ভঙ্গকারী ও অসামাজিক আচরণকারী গৌতম হালদার কে জলিশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ার জন্য সভাপতিকে আহ্বান জানান।

গৌতম হাওলাদার বলেন, প্রধান শিক্ষক হিসাবে দরখাস্ত করার পরে ইন্টারভিউতে আমি প্রথম হয়েছি স্কুল কর্তৃপক্ষ আমাকে নিয়োগ না দেয়ায় আদালত মামলা করেছিলাম, আদালত আমার পক্ষে রায় দিয়েছে।

পূর্বের বিদ্যালয় শৃঙ্খলাভঙ্গ ও অসামাজিক আচরণ এর বিষয়ে বলেন, আমার বিরুদ্ধে এমন কোন অভিযোগ নাই।

বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুজ্জামান মঞ্জু বলেন, পার্শ্ববর্তী বিদ্যালয়ে থাকা কালীন তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক আচরনের রেকর্ড আছে বিধায় ম্যানেজিং কমিটি নিয়োগ প্রদান করেন নাই।

Print Friendly, PDF & Email

Related Posts