বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত সমৃদ্ধ হতো : এমপি শাওন

রিপন শান: সিদ্ধেশ্বরী কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব  নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন- মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয় মেনে নিতে পারেনি তাদের দোসররা। তাই দেশি-বিদেশী চক্রান্তে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত সমৃদ্ধ দেশ হতো। দেশ এগিয়ে যাক পরাজিত শক্তি তা চায়নি।

২৫ আগস্ট রবিবার দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও  জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নুরুন্নবী চৌধুরী শাওন আরো  বলেন, জাতির পিতার হত্যাকারী ৬ জন আত্মস্বীকৃত খুনি বিদেশে পলাতক রয়েছে। যেসব দেশে আশ্রয় নিয়ে আছে, সেসব দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের অনুরোধ করবো, আপনারা খুনিদের ফিরিয়ে দিন। আপনারা নিজেরা মানবাধিকারের কথা বলে আত্মস্বীকৃত খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তাদেরকে আমাদের হাতে তুলে দিন।

তিনি বলেন, বর্তমান সরকার কূটনৈতিক তৎপরতায় পলাতক খুনিদের ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করবে ইনশাআল্লাহ।

সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ শেখ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজের ছাত্র উপদেষ্টা দেওয়ান আলিমুদ্দিন শিশির, সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হাসান লিনাজ প্রমুখ আলোচনায় অংশ নেন ।

Print Friendly, PDF & Email

Related Posts