জোনাকীমন জ্বলে নেভে ॥ শাহ মতিন টিপু

শুন্য হাতেই চলে যেতে হবে
সকলেই যায় শুন্য হাতে
তারপরও পুঁজির লড়াই
খেটে মরে রাত-বিরাতে।

একটি জীবন সেতো উড়ে চলা
মেঘের  দুরন্ত বেগ।
সে জীবনে জড়িয়ে চারপাশে
তৈরী হওয়া আবেগ-

যায়না ফেলে দেওয়া
দিতে পারেও কি কেউ?
যাদের ঘিরে নদীর মাঝে

উথাল-পাথাল ঢেউ।

জীবন না হয় মেঘ বলাকাময়।
মেঘের পানে দৃষ্টি যাদের
কেমন করে এড়িয়ে তাদের
ছুটবে জগতময়!

জোনাকীমন জ্বলে নেভে
আঁধার কালোয় আলো ঢেলে
বিলিয়ে বেড়ায় সুখ
যায় নাতো এড়ানো এই সুখের অসুখ।

বলাকা মেঘ জল বিলিয়ে
নিজের মরণ আনে,
বাতাসময় সে সুখের খবর
ভাসে গানে গানে।

শুন্য কি আসলেই শুন্য?
কিছু রেখে যেতে পারাটাই মহাপূর্ণ
আর পূণ্যময় সেই যাওয়া
থাকতেই পারে স্বজনের কাছে
একটু চাওয়া একটু পাওয়া।

Print Friendly, PDF & Email

Related Posts