স্যালুট- প্রিয় কমরেড॥ফকির ইলিয়াস

মনটা খুবই খারাপ। বাংলা ভাষা ও সাহিত্যের যে ক’জন মানুষের সান্নিধ্য আমাকে সমৃদ্ধ করেছে- তাদের অন্যতম মানুষ কবি রফিক আজাদ। তিনি চলে গেলেন।

 

বলতেন- ‘ইলিয়াস, আপনার চোখে আমি আমার তারুণ্য খুঁজে পাই’। না- এমন কোনোও শক্তি আমার ছিল না, নেই। সবিনয়ে বলেছি আমি।

 

হ্যাঁ- তিনি বেঁচে থাকবেন। তাঁকে থাকতেই হবে। না থাকলে তো বাংলা কবিতার অস্তিত্বই থাকবে না, রফিক ভাই। আপনাকে স্যালুট- প্রিয় কমরেড ।

 

**ছবি- কবি রফিক আজাদের সাথে ॥

নিউইয়র্ক ২০০৩ **

Print Friendly, PDF & Email

Related Posts