বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ চীনে ‘মহামারি’ আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এরই মধ্যে মারা গেছেন ২৬ ব্যক্তি। দেশটির সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত আট শতাধিক হলেও স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মতে এ সংখ্যা কয়েক হাজার।
হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। প্রায় এক মাসের ব্যবধানে শুক্রবার পর্যন্ত দেশটির বেইজিং ও সাংহাইসহ ১৩টি শহরে তা ছড়িয়ে পড়েছে।
নিরাময় অযোগ্য এ ভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ সংক্রমিত না হওয়ার পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা।
সংক্রমণ প্রতিরোধে ওই ১৩ শহরের বাস, ট্রেনসহ সব ধরনের গণপরিবহন বন্ধ করে দিয়েছে চীন। এর ফলে নিজ নিজ শহরে বন্দি হয়ে পড়েছে চার কোটির বেশি মানুষ। শুধু চীনে নয় থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানসহ পাঁচটি দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
ফলে বিশ্বজুড়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে।