বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ছুটির দিনে ক্রিকেট খেলে নির্বাচনী প্রচার শুরু করলেন আতিকুল ইসলাম।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের এই মেয়র প্রার্থী শুক্রবার সকালেই জার্সি পরে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে হাজির হন। মাঠে নেমে খানিকটা অনুশীলনও করেন। এর পর গ্লাভস, প্যাড, হেলমেট পরে ব্যাট হাতে নিয়ে সোজা মাঠে নেমে পড়েন।
মাঠে নেমে যে ১০টি বল খেললেন, সেগুলোর মধ্যে তিনটিই পাঠালেন সীমানার বাইরে। যে স্পিনারের বল তিনি সীমানাছাড়া করেছিলেন, তার বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
তিনি ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে যাননি। গিয়েছিলেন ওই মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করতে।
পরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করে সংক্ষিপ্ত বক্তব্যে আতিকুল ইসলাম বলেন, মেয়র নির্বাচিত হতে পারলে প্রথমেই তিনি দখল হওয়া খেলার মাঠগুলো পুনরুদ্ধার করবেন। একইসঙ্গে নতুন নতুন খেলার মাঠ তৈরির দিকে মনোযোগ দেবেন।
আতিকুল ইসলাম বলেন, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত যুবসমাজ চাইলে খেলাধুলার বিকল্প নেই। আমাদের যুব সমাজ নানা কারণে ডিপ্রেশনে চলে যাচ্ছে। সমাজে এমন কোনো ঘর নেই, যেখানে কেউ না কেউ এ সমস্যায় আক্রান্ত নয়। হয়তো লোকলজ্জার ভয়ে আমরা সমাজের সামনে এ বিষয়টি উপস্থাপন করি না। খেলাধুলা থাকলে যুবসমাজ এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবে।