আত্মার চৌম্বকক্ষেত্র ॥কাজী রিয়াজুল ইসলাম

তোমাকে পাওয়ার আগে ভূগর্ভের তলে বিলুপ্ত হয়ে যাওয়া
রাজপ্রাসাদে গুপ্ত ছিলো কচি লেবুপাতা রঙের ভালোবাসা;
বইলো কিশোরীর চুড়ি-ঝংকারের মতো রিনঝিন হাওয়া
জীবনের নভোমন্ডলে। সহসা কে যেন করে জিজ্ঞাসা-
আসবো? বলি : এসো। তুমিই কি ছিলে সেই জন?
হুবহু তোমারই সাথে তো যাচ্ছে মিলে সেই যে সুর-নিক্কণ।

 

তোমার দোদুল ছায়ার সাথে তো আদৌ হয়নি দেখা আগে,
তাহলে সেদিনের সেই যে কথোপকথনের অধ্যায়
নিছক কি ফুল হয়ে ফুটেছিলো খেয়ালের রঙিন বাগে?
কিভাবে তা মেনে নিতে পারি? অবাস্তব কল্পনার ভেলায়
বিলাসিতার রঙে রঞ্জিত হয়ে কখনো বেড়াইনে ঘুরে;
আবেগতো আছে, তবে লাগাম ছিঁড়ে যেতে দিই না দূরে।

 

প্রিয়তমা সে যে তুমিই ছিলে- যা অবাক সবার কাছে,
সেদিন দু’জনই ছিলাম আত্মার সূক্ষ্ম চৌম্বকক্ষেত্রের মাঝে।

Print Friendly, PDF & Email

Related Posts