নেপালে প্রথম নারী প্রেসিডেন্ট বিদ্যা দেবী

 

মেট্রো নিউজ : ক্ষমতাসীন দল সিপিএন-ইউএমএল’র ভাইস চেয়ারপার্সন বিদ্যা দেবী ভান্ডারিকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে নেপালের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ভান্ডারি।

বুধবার নেপালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিপক্ষ নেপালি কংগ্রেস দলের কুল বাহাদুরকে পরাজিত করে জয় পান ভান্ডারি। কুল বাহাদুরের পক্ষে ২১৪ ভোটের বিপরীতে ভান্ডারি পান ৩২৭ ভোট। নির্বাচনের ফল ঘোষণা করেন পার্লামেন্টের স্পিকার ওনসারি ঘারতি মাগার।

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট) এর ভাইস চেয়ারপার্সন ভান্ডারি এর আগে প্রতিরক্ষামন্ত্রীও ছিলেন। তিনি প্রয়াত কমিউনিস্ট নেতা মদন ভান্ডারির বিধবা স্ত্রী এবং সম্প্রতি ক্যান্সার থেকে সেরে উঠেছেন।

নেপালে বর্তমান প্রেসিডেন্ট নেপালি কংগ্রেস দলের রাম বরণ যাদব প্রথম গণপরিষদ নির্বাচনের পর ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

গত ২০ সেপ্টেম্বরে নেপালে নতুন সংবিধান ঘোষণার পর দেশটিতে আবার নতুন করে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করতে হচ্ছে।

১১ অক্টোবরে নেপালের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছেন ক্ষমতাসীন দল সিপিএন-ইউএমএল এর কে পি শর্মা অলি।

Print Friendly, PDF & Email

Related Posts