কথাশিল্পী ইউসুফ শরীফের স্ট্যাটাস

বিডি মেট্রোনিউজ ইউসুফ শরীফ। এ সময়ে যারা বইয়ের সঙ্গে কিংবা সাহিত্য চর্চা করেন তারা নিরঅহংকারী এই কথাশিল্পীকে ভালই জানেন। বর্তমানে কেমন আছেন এই লেখক, কী নিয়ে ব্যস্ত আছেন? নিজেকে নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসে জানিয়েছেন সব।

তিনি লিখেছেন-

সাংবাদিকতা ছাড়ার পর গত এক বছর চার মাস লেখালেখিগুলো গোছগাছ করে দেখছি, ছোটগল্প ৬৮টি এবং ছোট-বড় মিলিয়ে উপন্যাস ২১টি। ২১ জানুয়ারিতে জন্ম নেয়া ৬৮ বছরের একজন অজনপ্রিয় লেখকের জন্য একটু বেশিই মনে হচ্ছে !

তিনি লিখেন-

সংখ্যার দিক দিয়ে তো বটেই ! গত বইমেলার একেবারে শেষদিকে মুক্তিযুদ্ধকেন্দ্রিক চারটি স্বল্পদৈর্ঘ উপন্যাসের সংকলন ‘ ধ্বনির বিস্ফোরণ ‘ বেরিয়েছে এবং বৈশাখে বের হচ্ছে ছোটগল্পের বই ‘চেনাঅচেনার মাঝখানের মানুষ’।

তিনি লিখেন-

লেখার মধ্যে নিজে বসবাস করলে যা হয়, তা-ই হয়েছে, নয় বছরে শেষ করেছি একটি উপন্যাসের ৪০০ পৃষ্ঠার প্রথমখন্ড ‘শস্যেবাজে পরাণের গান’ এবং ১৩ বছর আগে শুরু করা স্বল্পদৈর্ঘ উপন্যাস ‘দন্তপুরাণ’ শেষ করছি এখন।

Print Friendly, PDF & Email

Related Posts