নিউইয়র্কে বইমেলার ২৫ বছর উপলক্ষে জমকালো আয়োজন

বিডি মেট্রোনিউজ, নিউইয়র্ক  নিউইয়র্কে বইমেলার ২৫ বছর উপলক্ষে জমকালো উৎসবের আয়োজন করা হয়েছে। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা নিউইয়র্কে অনুষ্ঠিত হবে মে মাসের ২০, ২১ ও ২২ তারিখে । এ বছর মেলার ২৫-তম বার্ষিকী। বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে এই বৃহত্তম মেলা এ বছর উদ্বোধন করবেন বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক সেলিনা হোসেন।
মেলায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও রয়েছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কবি নির্মলেন্দু গুণ, সাহিত্যিক সমরেশ মজুমদার, বাংলা একাডেমির মহা পরিচালক ডঃ শামসুজ্জামান খান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, লেখক-সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, বিশিষ্ট অভিনেতা ও লেখক আফজাল হোসেন, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক লুৎফর রহমান রিটন এবং কবি ও ছড়াকার সৈয়দ আল ফারুক, চ্যানেল আই –এর ব্যবস্থাপনা পরিচালক, একুশে পদক এবং বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক ফরিদুর রেজা সাগর, লেখক, গবেষক আহমাদ মাযহার ও বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক আমিরুল ইসলাম।
এছাড়া পশ্চিমবঙ্গ থেকে টেকনো ইন্ডিয়ার প্রধান নির্বাহী ও লেখক সত্যম রায় চৌধুরী এবং প্রকাশক ও লেখক ত্রিদিব কুমার চ্যাটার্জীও ২৫ বছরের বইমেলায যোগ দেবেন।
উত্তর আমেরিকার কবি ও সাহিত্যিকদের অনেকেই মেলায় আসছেন বলে মুক্তধারা নিশ্চিত করেছেন। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী এবারের মেলায় তাঁর নির্বাচিত কবিতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। কানাডা থেকে আসছেন বাংলা একাডেমির ওয়ালিউল্লাহ পুরস্কার বিজয়ী কবি ও কথা সাহিত্যিক ইকবাল হাসান ও জার্মানি থেকে আসছেন কবি নাজমুন নেসা পিয়ারী।
শিল্পীদের মধ্যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী কমলিনী মুখার্জী ও শিল্পী নাহিদ নাজিয়া অনুষ্ঠানে যোগ দেয়ার কথা নিশ্চিত করেছেন। এছাড়া শিল্পী সামিনা চৌধুরী এবং অণিমা রায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে।
২৫ বছর উপলক্ষে বাংলাদেশ থেকে আসছে রেকর্ডসংখ্যক প্রকাশনা সংস্থা। বাংলা উৎসব ও বইমেলার খবর নিয়ে বিস্তারিত তথ্য www.ibanglautsab.org এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
Print Friendly, PDF & Email

Related Posts